Skip to main content

মা তোমার ব উ মা | Ma Tomar BowMa

 মা তোমার বউ মা

মুক্তারুল ইসলাম মুক্তার 

মা ও মা,  মাগো কথা কবি না। 
ও মা একবার দেখ না মা।। 
দেখ একবার চেয়ে, 

আমি তোর জন্য কারে আনছি।
 
একবার তাকিয়ে দেখ না 
দেখ মা তোর ছেলের ব উকে 
একবার দেখ না মা। 
তোর সাথে গল্প করার জন্য 
আজ আমি কারে আনছি। 

সদ্য বিয়ে করে আনতে না আনতেই 
মা আমার চলে গেল। 
একবার ও দেখলি না মা 
তোর ছেলের ব উকে।
 
কত সুন্দর, টুকটুকে লাল,
একটা পরীর মত মাইয়ারে 
তোমারব উ মা বানাইয়া আনছি। 
তারে একবার ও কি, 
তোর দেখতে মন চায় না।
 
মা ও মা, মাগো কথা কবি না 
এখনো কি রাগ করে ,
চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবি। 
মা তোমার ব উ মা অপেক্ষা করছে 
তোমার থেকে আর্শিবাদ নিবে বলে।
 কি ‌হলো মা কথা কবি না। 

মা ও মা,  মাগো তুই কি,
খোকাকে ভুলে গেছিছ ।
খোকাকে যদি একদিন না দেখতিস মা 
অস্থির হয়ে পড়তাম, 
আজ কেমনে শুয়ে আছিছ মা।
 
তোর এই আদরের খোকাকে ছেড়ে, 
কেমনে থাকবি মা একা একা। 
যেইখানে নাই তোর খোকা 
আদরের তিন কন্যা। ।

মা ও মা, মাগো পারবি কি তাদের ছেড়ে 
পারবি একা একা থাকতে। 
বল না মা পারবি। 

Today 

Time : 10:00 pm

Comments

Popular posts from this blog

Oi Duty Choke Chayesile Tumi-Muktarul Islam Muktar Sorkar

 ওই দু'টি চোখে চেয়েছিলে তুমি,  দেখেছো কতো ভালোবাসা ছিল আমার চোখে।  ওই দুষ্ট ঠোঁটের মিষ্টি হাসির মাঝে খুঁজেছিলে কি?  দেখেছিলে কি কত কথা বলেছিল হৃদয় তোমায়। আমার কল্পনার রঙ তুলিতে আঁকা ছিল শুধু তোমার ছবি,  কত ভাবে কল্পনায় এঁকেছি মনের মতো করে,  মনের মাঝে তোমার ছবি।  সারাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে,   তবুও সময় নিয়ে তোমাকে ভাবতে বসি, লিখি তোমার নামে কবিতা।  18.09.24 10.14pm

ফুল তুলিতে আসো - এসএম. মুক্তার সরকার

বালিকা তুমি ফুল তুলিতে আসো, নাকি ফুল তোলার ছলনায় আমায় দেখতে আসো।  জানি তোমার চালাকি, ফুল তুলিতে বাঁকা চোখে  আরে আরে আমার পানে চেয়ে থাক তুমি।  ফুল ফোটে গাছেতে মুখ তোমার ফোটে না। 

Moner Maje Rakhe Tore Koresi Je Vul - Muktar Sorkar

 মনের মাঝে রেখে তোরে করেছি যে ভুল,  এখন আমায় দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।  না পারছি ভুলে থাকতে তোরে, না পারছি মরতে।  কি এক যন্ত্রণা দিলে, আমার মনের মাঝে  না পাইলাম আমি তোমার দেখা, না পারিলাম মরিতে।  না পাইলাম আমি এই কুল, না পাইলাম ওই কুল। স্রোতের শেওলা হয়ে ভাসি সাগর 18.09.23 11:37pm